[email protected] সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২

বনশ্রীর বাসা থেকে স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ, সন্দেহভাজন মিলনকে খুঁজছে পুলিশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬ ১৭:০১ পিএম

রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে স্কুলছাত্রী ফাতেমা আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হোটেল কর্মচারী মিলনকে খুঁজছে পুলিশ। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বড় বোন ঝুমুর আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার সময় মিলনকে ওই বাসা থেকে বের হতে দেখা গেছে। তাকে গ্রেপ্তার করা গেলে হত্যাকাণ্ডের উদ্দেশ্য এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানা যাবে বলে আশা করছে পুলিশ।

নিহত ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে ওই বাসায় থাকতেন। কয়েক দিন আগে তার বাবা-মা গ্রামের বাড়ি হবিগঞ্জে যান। গত শনিবার দুপুরের পর বড় বোন জিম থেকে বাসায় ফিরে ফাতেমার রক্তাক্ত মরদেহ দেখতে পান।

পরিবারের দাবি, ফাতেমার বাবার মালিকানাধীন একটি রেস্টুরেন্টে কর্মরত মিলন ঘটনার পর থেকেই নিখোঁজ। পুলিশ জানিয়েছে, ঘটনার পারিপার্শ্বিক সব দিক বিশ্লেষণ করে তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর