[email protected] শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
২০ পৌষ ১৪৩২

একই ময়দান, একই ইতিহাস, খালেদা জিয়ার জানাজায় মানবসমুদ্র, ফিরল ৪৪ বছর আগের স্মৃতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬ ১৫:০১ পিএম

ছবি : সংগৃহীত

একই স্থান, একই আবেগ, ৪৪ বছর পর মানিক মিয়া এভিনিউ আবারও সাক্ষী হলো ইতিহাসের। ১৯৮১ সালের ২ জুন যেখানে অনুষ্ঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর জানাজা, ঠিক সেই স্থানেই ২০২৫ সালের ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হলো তাঁর সহধর্মিণী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর জানাজা।

দুই প্রজন্মে, একই পরিবারের দুই মানুষের জন্য এমন বিপুল জনসমাগম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল।

১৯৮১ সালে জিয়াউর রহমানের জানাজায় অংশ নিয়েছিলেন প্রায় ২০ লাখ মানুষ, যা সে সময় দেশের ইতিহাসে রেকর্ড হিসেবে বিবেচিত হয়। দীর্ঘ ৪৪ বছর পর সেই রেকর্ড ভাঙার সাক্ষ্য মিলেছে খালেদা জিয়ার জানাজায়। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, অন্তত ৪০ লাখ মানুষ সেদিন জানাজায় অংশ নেন। মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে ফার্মগেট, কারওয়ান বাজার মোড়, বিজয় সরণি ও আগারগাঁও এলাকাজুড়ে মানুষের ঢল নামে। অনেকেই মূল স্থানে পৌঁছাতে না পেরে আশপাশের সড়কেই জানাজায় শরিক হন।

কার্যত পুরো রাজধানী সেদিন পরিণত হয় এক বিশাল জানাজার ময়দানে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকলেও জিয়া পরিবার ও বিএনপির প্রতি জনসমর্থন যে অটুট, এই বিপুল উপস্থিতি তারই স্পষ্ট প্রমাণ। একই ময়দানে, একই পরিবারের জন্য দুই যুগান্তকারী জানাজা বাংলাদেশের রাজনৈতিক স্মৃতিতে স্থায়ীভাবে লেখা হয়ে রইল।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর