[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৬ পৌষ ১৪৩২

৪৪ বছরেও ইউরেনিয়াম উত্তোলনের উদ্যোগ নেই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম
আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ৭:১৫ পিএম

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের জুড়ি উপজেলার হারাগাছা ও সিলেটের জৈন্তাপুরে মাটির নিচে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে মূল্যবান খনিজ ইউরেনিয়াম। দেশে প্রায় ৪৩ বছর আগে এসব এলাকায় ইউরেনিয়ামের সন্ধান মিললেও আজ পর্যন্ত উত্তোলনের কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।

সংশ্লিষ্ট অনুসন্ধান প্রতিবেদনে দেখা যায়, হারাগাছা ও জৈন্তাপুরের মাটিতে ইউরেনিয়ামের ঘনত্ব ৫০০ থেকে ১৩০০ পার্টস পার মিলিয়ন, যা বিশ্বের বহু সক্রিয় ইউরেনিয়াম খনির মানের চেয়েও বেশি।

১৯৭৫ সালে প্রথম হারাগাছায় ইউরেনিয়ামের সম্ভাবনা শনাক্ত হয়। পরবর্তী সময়ে একাধিকবার পরীক্ষা ও গবেষণায় উন্নতমানের ইউরেনিয়াম প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হলেও আন্তর্জাতিক বিধিনিষেধ ও নীতিগত জটিলতায় প্রকল্প থমকে যায়। পরবর্তীতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অনুমতি মিললেও উত্তোলন কার্যক্রম শুরু হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ও নিরাপদ প্রযুক্তি ব্যবহার করে ইউরেনিয়াম উত্তোলন করা গেলে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা নিশ্চিত করে দ্রুত সম্ভাব্যতা যাচাইয়ের ওপর জোর দিচ্ছেন তারা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর