দেশজুড়ে ভূমিকম্পের আতঙ্কের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন আবহাওয়াজনিত উদ্বেগ। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আগামী ৭ দিনে কয়েক দফা ভূমিকম্প হতে পারে। এর সঙ্গে এবার বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি দুর্বল নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ইতোমধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাগুলো।
রোববার ওড়িশাটিভি জানিয়েছে, নিম্নচাপটি দক্ষিণ আন্দামান সাগরের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটি কোনদিকে যাবে, তা এখনই নিশ্চিত নয়। মালাক্কা প্রণালী ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের অনুকূল বাতাস, সমুদ্রের বিস্তৃত উষ্ণ জলরাশি এবং শীতল বাতাসের অনুপস্থিতি এ সিস্টেমকে দ্রুত শক্তি জোগাচ্ছে। আবহাওয়াবিদ সন্দীপ পট্টনায়কের মতে, ম্যাডেন–জুলিয়ান অসিলেশনের প্রভাবে নিম্নচাপটি আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাস বলছে, ২৫–২৭ নভেম্বরের মধ্যে এটি গভীর নিম্নচাপ ও পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যার সম্ভাব্য নাম ‘সেনিয়ার’। ১–২ ডিসেম্বরের মধ্যে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশ উপকূলের যে কোনো অংশে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড়টির তীব্রতা সবচেয়ে বেশি বাড়তে পারে।
মন্তব্য করুন: