পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি তারিক সাইফ মামুন (৫৫), রাজধানীর কুখ্যাত ‘ইমন-মামুন’ সন্ত্রাসী বাহিনীর একসময়কার নেতা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি করে তাঁকে হত্যা করে।
ঢাকা মহানগর পুলিশের সূত্র জানিয়েছে, মামুন একসময় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন–এর ঘনিষ্ঠ ছিলেন, তবে অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মামুন দৌড়ে পালানোর চেষ্টা করছেন, আর দুই ব্যক্তি কাছে গিয়ে ৬–৭ রাউন্ড গুলি ছোড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
মামুনের পরিবার জানিয়েছে, তিনি দুই দিন ধরে বাড্ডায় ভাড়া বাসায় ছিলেন এবং সেদিন সকালে একটি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছিলেন। স্ত্রী বিলকিস আক্তার অভিযোগ করেন, হত্যার পেছনে ইমন গ্রুপের হাত রয়েছে।
পুলিশ বলছে, ইমন ও মামুন একসময় ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিলেন। তাঁরা চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি।
মন্তব্য করুন: