[email protected] রবিবার, ৯ নভেম্বর ২০২৫
২৪ কার্তিক ১৪৩২

বাংলাদেশের জেন-জি বিপ্লব কি ব্যর্থ হচ্ছে?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৫ ১৬:১১ পিএম

ছবি : সংগৃহীত

অন্ধকার প্রকোষ্ঠে টানা আট বছর কাটানোর পর মুক্তি পান গুম হওয়া মীর আহমদ বিন কাসেম (আরমান)। জামায়াত নেতা মীর কাসেম আলীর পুত্র আরমান ২০১৬ সালে গুম হন। শেখ হাসিনার শাসনামলে ‘আয়নাঘর’ নামে বিশেষ গোপন কারাগারে তাঁকে বন্দী রাখা হয়েছিল।

আরমান জানান, সেখানে তেলাপোকা ইঁদুরের সঙ্গে বসবাস করতে হতো, মৃত্যু ছিল একমাত্র প্রত্যাশা। ২০২৪ সালের আগস্ট মুক্তি পেয়ে তিনি জানতে পারেন, শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটেছেযা আন্তর্জাতিকভাবেবর্ষা বিপ্লবনামে পরিচিত।

পতনের পর ছাত্রনেতারা শান্তিতে নোবেলজয়ী . মুহাম্মদ ইউনূসকে নেতৃত্বে এনে অন্তর্বর্তী সরকার গঠন করেন। এই সরকার গুম, খুন অর্থ পাচারের বিচার এবং রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার দেয়। তবে নির্বাচনের আগে দেশে আবারও রাজনৈতিক বিভাজন, সাম্প্রদায়িক সহিংসতা কট্টরপন্থীদের উত্থান দেখা দিয়েছে। আওয়ামী লীগ অভিযোগ করছে, তাদের নেতা-কর্মীরা হামলার শিকার হচ্ছেন, অন্যদিকে ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, অভ্যুত্থানে নিহত হয়েছেন প্রায় ,৪০০ জন, যাদের মধ্যে বহু শিশু ছিল। এসব হত্যার বিচার শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে হাসিনার মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে। তবে ভারতের কাছে তাঁর প্রত্যর্পণ অনিশ্চিত।

অবস্থায় নতুন প্রজন্মের নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত এনসিপি বিশ্বাস করছেগণঅভ্যুত্থান ছিল পুরনো রাজনৈতিক ধারা ভেঙে ন্যায্যতা জবাবদিহিতার দাবিতে মানুষের জাগরণ। কিন্তু সামনে নির্বাচন ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর