নির্বাচন কমিশন (ইসি) একটি “আয়নার মতো স্বচ্ছ” নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার সকালে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, “বিশ্বকে দেখাতে চাই, নির্বাচনে কোনো লুকোছাপা নেই।”
তিনি জানান, একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে গণমাধ্যমের সহায়তা অপরিহার্য। এআই-এর অপব্যবহার রোধে ইলেকট্রনিক মিডিয়ার সক্রিয় ভূমিকার আহ্বান জানান তিনি।
সিইসি আরও বলেন, প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হবে।
আগামীকাল নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে এবং পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি। এর আগে ২৮ সেপ্টেম্বর সুশীল সমাজের সঙ্গে সংলাপে অংশ নেন না অনেকেই। তবু, সিইসি জানান, সংলাপে প্রাপ্ত মতামত বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন।
মন্তব্য করুন: