[email protected] রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২০ আশ্বিন ১৪৩২

নীলফামারীতে তীব্র ঝড়ে ৫০০ ঘরবাড়ি লন্ডভন্ড, আ*হত ৩০

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫ ১৭:১০ পিএম

ছবি : সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে তীব্র ঝড়ে ৫ শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। রোববার সকালে মাত্র কয়েক মিনিটের এই ঝড় গ্রামে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। আহত হয়েছেন অন্তত ৩০ জন, যার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

ঝড়ে ধান, কলা, ভুট্টা, পেঁয়াজ, রসুনসহ বহু ফসলের ক্ষতি হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় কিছু গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় চেয়ারম্যান জোনাব আলী জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস মেডিকেল টিম পাঠানো হয়েছে। শুকনো খাবার সরবরাহ শুরু হয়েছে এবং ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর