যুক্তরাষ্ট্রে ফেডারেল তহবিল অনুমোদন বন্ধ হয়ে সরকার কার্যত অচল হয়ে পড়লেও কনস্যুলার কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তরের ব্যুরো অব কনস্যুলার অ্যাফেয়ার্স।
বুধবার এক ঘোষণায় বলা হয়, দেশে ও বিদেশে পাসপোর্ট ও ভিসা সেবা অব্যাহত থাকবে। বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সহায়তাও চলবে।
তবে সহায়ক দাপ্তরিক সেবার কিছু অংশ আপাতত স্থগিত থাকবে। এ কারণে মধ্যপ্রাচ্য ও এশিয়ার মার্কিন দূতাবাসগুলো সীমিত কার্যক্রমের ঘোষণা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ভারত ও বাংলাদেশে অবস্থিত মার্কিন মিশনগুলো জানিয়েছে, সামাজিক মাধ্যমে নিয়মিত আপডেট বন্ধ থাকবে, শুধু জরুরি তথ্য প্রকাশিত হবে।
যাদের ভিসা বা পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের travel.state.gov থেকে তথ্য দেখতে বলা হয়েছে।
মন্তব্য করুন: