[email protected] শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২ আশ্বিন ১৪৩২

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানালেন বিশ্বনেতারা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৯ পিএম

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের ১১টি দেশের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রাক্তন শীর্ষ নেতারা।

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার হোটেল স্যুইটে অনুষ্ঠিত বৈঠকে তারা সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে অভিজ্ঞতা সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

দলের নেতৃত্ব দেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট নিজামি গঞ্জাভি আন্তর্জাতিক কেন্দ্রের (এনজিআইসি) সহ-সভাপতি ভাইরা ভিকে-ফ্রেইবারগা। উপস্থিত ছিলেন স্লোভেনিয়া, সার্বিয়া, লাটভিয়া, গ্রিস, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, মরিশাসসহ বিভিন্ন দেশের সাবেক রাষ্ট্র সরকার প্রধান। ছাড়া কমনওয়েলথের সাবেক মহাসচিব, জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি, মানবাধিকার সংগঠন রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি, বিশ্বব্যাংক আইএইএ সাবেক কর্মকর্তারা অংশ নেন।

নেতৃবৃন্দ . ইউনূসের দারিদ্র্য দূরীকরণ সামাজিক ন্যায়বিচারের অবদানের প্রশংসা করে বলেন, বাংলাদেশের জনগণ পরিবর্তনের প্রত্যাশায় আছে, আর তারা সব ধরনের সহায়তায় প্রস্তুত। কেরি কেনেডি বাংলাদেশের মানবাধিকার অগ্রগতিকেঅসাধারণবলে অভিহিত করেন।

অপ্রত্যাশিত এই সমর্থনে কৃতজ্ঞতা জানিয়ে . ইউনূস বলেন, বাংলাদেশ দীর্ঘ ১৬ বছরের কু-শাসনের পর নতুন সূচনায় রয়েছে। তরুণদের স্বপ্ন পূরণ করাই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আগামীর জাতীয় নির্বাচন সমর্থনের আহ্বান জানান।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর