[email protected] সোমবার, ১৮ আগস্ট ২০২৫
৩ ভাদ্র ১৪৩২

ভ্যাপসা গরম থাকতে পারে আরও কয়েকদিন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। যার ফলে ঢাকাসহ দেশ বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১৬ আগস্ট  আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, আগামী ১৯আগস্ট  পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কম থাকতে পারে।

এদিকে, আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা এখন অনেকটাই কম। ফলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। ২০ আগস্ট থেকে দেশে বৃষ্টি বাড়তে পারে বলেও জানান তিনি।

এদিন সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ।

এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- আজ ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

সোর্স: কালবেলা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর