সারা দেশে জুলাই মাসে সড়ক, রেল ও নৌপথে ৫৫৪টি দুর্ঘটনায় ৫৬৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১ হাজার ৪১১ জন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ১২ আগস্ট দুপুরে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান।
গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শুধু সড়কপথেই জুলাই মাসে ৫০৬টি দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ গেছে ৫২০ জনের, আহত হয়েছেন ১ হাজার ৩৫৬ জন।
সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে। শুধু মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটেছে ১৬২টি। যা সড়ক দুর্ঘটনার মোট সংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।
প্রতিবেদনে বলা হয়, বর্ষায় সড়কে গর্তের সৃষ্টি, মহাসড়কে রোড সাইন ও রোড মার্কিং না থাকা, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, ট্রাফিক আইন অমান্য, বেপরোয়া গতি, চাঁদাবাজি ও পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন এসব কারণেই দুর্ঘটনা বেড়েছে।
সোর্স: চ্যানেল২৪
মন্তব্য করুন: