[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম
আপডেট: ১৩ আগষ্ট ২০২৫ ৪:২০ পিএম

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে নৌকাসহ ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

১২ আগস্ট সন্ধ্যার দিকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন— মো. ইলিয়াস, তার দুই ছেলে আক্কল আলী ও নুর হোসেন এবং সাবের হোসেন আর সাইফুল ইসলাম।

শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে আরাকান আর্মিরা স্পিডবোটে করে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। জেলেদের সবাই টেকনাফের সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ জালিয়র পাড়া গ্রামের বাসিন্দা। 

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর