[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল ভারতীয় বোর্ড

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬ ১৮:০১ পিএম
আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ৬:২৮ পিএম

ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৬ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একই সঙ্গে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানান, ‘বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে কেকেআরকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলা হয়েছে। প্রয়োজনে তারা অন্য খেলোয়াড় নিতে পারবে।’ আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিল তিনবারের চ্যাম্পিয়ন কেকেআর।

তবে তার অন্তর্ভুক্তি ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। বিভিন্ন হিন্দুত্ববাদী গোষ্ঠীর আপত্তি ও বিক্ষোভের প্রেক্ষাপটেই বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ক্রীড়াঙ্গনে আঞ্চলিক রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব আবারও স্পষ্ট হয়ে উঠল।

সবশেষ সিদ্ধান্তে কার্যত নিশ্চিত হলো, আইপিএল ২০২৬ মৌসুমে মুস্তাফিজকে পাচ্ছে না কেকেআর। এখন তার বিকল্প খোঁজাই ফ্র্যাঞ্চাইজিটির প্রধান চ্যালেঞ্জ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর