[email protected] মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
৮ আশ্বিন ১৪৩২

ব্যালন ডি’অর ২০২৫: বর্ষসেরা পুরুষ ফুটবলার উসমান দেম্বেলে, নারী ফুটবলার আইতানা বোনমাতি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ফ্রান্সের থিয়াত্র দ্যু শাতলে অনুষ্ঠিত ৬৯তম ব্যালন ডি'অর পুরস্কার প্রদান অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব জিতেছেন উসমান দেম্বেলে।

গত মৌসুমে পিএসজিকে মহাদেশীয় ট্রেবল জিতাতে সাহায্য করা দেম্বেলে রোনালদিনহোর হাতে পুরস্কার গ্রহণ করেন। নারী বিভাগে বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি।

পুরস্কার বিতরণে মোট ১৩টি ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হয়, যেখানে পুরুষ নারী বিভাগে বর্ষসেরা গোলরক্ষক কোচদের জন্যও বিশেষ ট্রফি দেয়া হয়েছে। -২১ পর্যায়ের পুরস্কার কোপা ট্রফি বার্সেলোনার দুই তারকার হাতে গেছে। পুরুষ ক্লাব হিসেবে পিএসজি এবং নারী ক্লাব হিসেবে আর্সেনালকে বর্ষসেরা ক্লাব ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর