[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২

হামজার অবিশ্বাস্য গোল, তবু হেরে বিদায় লেস্টারের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

নতুন মৌসুমের শুরুটা দারুণ হতে পারত হামজা চৌধুরীর। করেছিলেন দুর্দান্ত একটা গোল, দলকে এনে দিয়েছিলেন লিড। তবে ইংলিশ ফুটবলের তৃতীয় বিভাগের দল হাডার্সফিল্ডের বিপক্ষে তার দল লেস্টার সিটি শেষমেশ হেরেই বসল।

নির্ধারিত সময়ে ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে ৩-২ গোলের জয়ে হাডার্সফিল্ড চলে যায় কারাবাও কাপের পরের রাউন্ডে।

ম্যাচে হামজার গোলটা এসেছে দ্বিতীয়ার্ধে। ৫৪ মিনিটে প্রতিপক্ষ বক্সে অনেকটা ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন তিনি। প্রতিপক্ষের ক্লিয়ার করা বল বক্সের ঠিক কোণায় দাঁড়ানো তার পায়ে গিয়ে পড়ে। ডান পাশ থেকে তিনি তখনই করে বসেন আগুনে এক শট। সেটা গোলরক্ষককে ফাঁকি দিয়ে গিয়ে জড়ায় জালে।

তবে কিছুক্ষণ পর লেস্টার প্রথম গোলটা হজমও করে হামজার ভুলেই। নিজেদের বিপদসীমায় তিনি ফাউল করে বসেন প্রতিপক্ষ ফরোয়ার্ডকে। পেনাল্টি পায় হাডার্সফিল্ড। সেখান থেকে গোল করে আসে সমতা। 

এরপর আরও একবার গোল করেছিল হামজার দল। সে লিডটাও ধরে রাখতে পারেনি তারা। শেষমেশ খেলা গড়ায় টাইব্রেকারে।

সেখানে হামজা অবশ্য পেনাল্টি নেননি। তবে যারা নিয়েছেন, তাদের মধ্য থেকে সফল হয়েছেন মোটে ২ জন। ওদিকে হাডার্সফিল্ড একটা পেনাল্টি মিস করলেও সফল হয়েছে বাকি তিনটিতে। ফলে ৩-২ গোলের জয় তুলে নেয় দলটা। হারের বিষাদ নিয়ে মাঠ ছাড়তে হয় হামজাদেরকে।

সোর্স: যুগান্তর

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর