[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

যুক্তরাজ্যের রাজনীতিতে অস্থিরতা, অপসারণের আশঙ্কায় স্টারমার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ ২০:১১ পিএম

ছবি : সংগৃহীত

বাজেট ঘোষণার পর যুক্তরাজ্যের লেবার পার্টিতে নেতৃত্ব সংকটের আশঙ্কা তীব্রতর হচ্ছে। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব টিকবে কি না, তা নিয়ে ওয়েস্টমিনস্টারে জোর গুঞ্জন শুরু হয়েছে। দলের ভেতরে একাংশ মনে করছে, বাজেটের পরই স্টারমারবিরোধী তৎপরতা বাড়বে এবং বিকল্প নেতৃত্বের প্রক্রিয়া শুরু হতে পারে।

স্টারমারের ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি কোনোভাবেই পদ ছাড়বেন না এবং সম্ভাব্য অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখেও লড়াই চালিয়ে যাবেন। তবে বিরোধী গোষ্ঠী ইতিমধ্যেই নতুন নেতৃত্বের সম্ভাব্য নাম নিয়ে আলোচনা শুরু করেছে। আলোচনায় রয়েছেন স্বাস্থ্যসচিব ওয়েস স্ট্রিটিং, স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড এবং সাবেক পরিবহনমন্ত্রী লুইস হেইগ। স্ট্রিটিং অবশ্য নেতৃত্বে আগ্রহ অস্বীকার করে জানিয়েছেন, তার মনোযোগ কেবল স্বাস্থ্যখাত সংস্কারে।

ডাউনিং স্ট্রিটে এখন অস্থিরতা বিরাজ করছে। সরকারি সূত্রের বরাতে জানা গেছে, দলের ভেতরেই নেতিবাচক প্রচার চলছে, যা প্রশাসনের স্থিতি ও পার্টির ভাবমূর্তি দুটোকেই ক্ষতিগ্রস্ত করছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, স্টারমারের জনপ্রিয়তা লেবার পার্টির ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

দলীয় কিছু মন্ত্রী আশঙ্কা করছেন, এ অবস্থায় সরকার মে মাস পর্যন্ত টিকিয়ে রাখা কঠিন হতে পারে। তবে স্টারমারের সমর্থকরা সতর্ক করে বলছেন, এখন নেতৃত্ব পরিবর্তন মানেই রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক ঝুঁকি তৈরি করা। তাদের মতে, এই মুহূর্তে নেতৃত্ব বদল হবে লেবার পার্টির জন্য এক “আত্মঘাতী সিদ্ধান্ত।”

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর