[email protected] সোমবার, ২৫ আগস্ট ২০২৫
৯ ভাদ্র ১৪৩২

নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ছবি : সংগ্রহিত

দুটি নতুন আকাশ প্রতিরক্ষা মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ২৪ আগস্ট দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানিয়েছে, কোরিয়ার নেতা কিম জং উন নিজেই এই মিসাইল পরীক্ষা তদারকি করেছেন।

সংবাদ মাধ্যমটি জানায়, ২৩ আগস্ট চালানো ওই পরীক্ষায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভালো যুদ্ধ সক্ষমতা দেখিয়েছে। এই উৎক্ষেপণে দেখা গেছে, দুটি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য অত্যন্ত উপযোগী।

এদিকে, ২৫ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বৃহৎ পরিসরের যৌথ সামরিক মহড়া চালাবে। একই দিন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর মধ্যে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে।

লি নির্বাচনী প্রচারণায় আন্তঃকোরীয় সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেছিলেন। তবে ইতোমধ্যে কিম জং উনের বোন সিউলের সমঝোতার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন।  

সোর্স: বাংলাদেশ প্রতিদিন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর