[email protected] শনিবার, ২৩ আগস্ট ২০২৫
৮ ভাদ্র ১৪৩২

আ.লীগ কার্যক্রম বন্ধে ঢাকার আহ্বান প্রত্যাখ্যান দিল্লির

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

ফাইল ছবি

সম্প্রতি ভারতে থাকা আওয়ামী লীগ কর্মীদের রাজনৈতিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে গতকাল ২০ আগস্ট এক বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে বাংলাদেশের এ দাবি অস্বীকার করে পাল্টা বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে জানানো হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাণধীর জয়সওয়াল বলেন, ‘আওয়ামী লীগের কোনো সদস্য ভারতের ভেতরে বসে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে কিংবা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত-এমন কোনো বিষয়ে ভারত সরকার অবগত নয়। ভারত সরকার তার ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয় না।’

জয়সওয়াল আরো বলেন, ‘বাংলাদেশের শিগগিরই অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা পুনর্ব্যক্ত করছে ভারত, যাতে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত হয়।’

এর আগে ভারতের মাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ। 

সোর্স: এখন টিভি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর