হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে জেলেনস্কি এই আলোচনাকে ‘এযাবৎকালের সেরা বৈঠক’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তারা। জেলেনস্কি জানান, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তায় অংশগ্রহণ করার বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।
আলোচনার মূল বিষয় ছিল—ইউক্রেন যুদ্ধবিরতি বা শান্তি চুক্তিতে রাজি হলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো তাকে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে। এ সময় ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও ফোনে কথা বলেন, যাতে জেলেনস্কি ও পুতিনের সরাসরি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়।
ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তাসহ রাশিয়ায় আটক ইউক্রেনীয় শিশু এবং যুদ্ধবন্দিদের ফিরিয়ে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
জেলেনস্কি বলেন, তিনি পুতিনের সাথে দেখা করতে প্রস্তুত। পুতিনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের এ সিদ্ধান্তকে সোমবারের বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে বর্ণনা করেছেন তিনি।
জেলেনস্কি সোমবার সাংবাদিকদের বলেন, নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ইউক্রেন ইউরোপের মাধ্যমে ৯ হাজার কোটি ডলারের আমেরিকান অস্ত্র কিনবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের কাছ থেকে ড্রোন কিনবে।
বৈঠকে ইউরোপীয় নেতারাও ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করেন।
সোর্স: কালের কন্ঠ
মন্তব্য করুন: