[email protected] শনিবার, ২৩ আগস্ট ২০২৫
৮ ভাদ্র ১৪৩২

তেলআবিবে ক্ষেপণাস্ত্র হামলা, আতঙ্কিত লাখো ইসরায়েলি


প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা তেলআবিবের উপশহরে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে ‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিশেষ এক অভিযান চালিয়েছে।

এতে বিমানবন্দরটির সব ফ্লাইট স্থগিত করা হয়েছে এবং লাখ লাখ ইসরাইলি ভয়ে আতঙ্কে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ১৭ আগস্ট এক বিবৃতিতে এসব তথ্য জানান।

জেনারেল সারি জোর দিয়ে বলেন, ‘এ অভিযান চালানো হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সহায়তার জন্য এবং গাজার বাসিন্দাদের গণহত্যা ও অনাহারে মৃত্যুর মতো অপরাধের প্রতিক্রিয়ায়। পাশাপাশি ইয়েমেনের ওপর শত্রুর আগ্রাসনের ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র ইসলামি বিশ্বের নীরবতার তীব্র সমালোচনা করে বলেন, গাজার জনগণের ওপর গণহত্যা, অবরোধ এবং অনাহারের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

জেনারেল সারি আরও উল্লেখ করেন, ‘ফিলিস্তিনি জনগণের প্রতি ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিযান অব্যাহত থাকবে, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হয় এবং গাজার অবরোধ প্রত্যাহার করা হয়’। 

সোর্স: ইনকিলাব    

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর