[email protected] সোমবার, ১৪ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২

ভারতকে কড়া বার্তা দিল চীন!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫ ১৭:০৭ পিএম

ছবি : সংগৃহীত

দালাইলামার উত্তরসূরি নির্বাচন নিয়ে ভারত থেকে আসা মন্তব্যের জবাবে চীন কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।

তিব্বতের নির্বাসিত ধর্মগুরু সম্প্রতি ভারতের ধর্মমন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে এক অনুষ্ঠানে বলেন, “পরবর্তী দালাইলামা কে হবেন, তা নির্ধারণ করবেন শুধু তিব্বতী বৌদ্ধরাই—চীনের এতে কোনো ভূমিকা নেই।”

এ বক্তব্যের জবাবে চীনা দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, তিব্বত বিষয়ে সিদ্ধান্ত চীনের একান্ত অভ্যন্তরীণ বিষয়, এতে অন্য কোনো দেশের কিছু বলার অধিকার নেই।

চীনা দূতাবাসের মুখপাত্র ইউ ঝিং বলেন, “ভারতের কিছু গবেষণা প্রতিষ্ঠান এবং কৌশলগত মহল থেকে দালাইলামার পুনর্জন্ম নিয়ে যে মন্তব্য আসছে, তা সম্পূর্ণ অনভিপ্রেত।” তিনি ভারতের পররাষ্ট্র নীতিনির্ধারকদের আরও ‘সংবেদনশীল’ হওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যে, চীন এ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না।

বর্তমানে প্রায় ৭০ হাজার তিব্বতী শরণার্থী ভারতের ধর্মশালায় বসবাস করছেন, যেখানে তিব্বতের নির্বাসিত সরকার পরিচালিত হয়।

সোর্স: ইনকিলাব

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর