 
                                                                        
                                    যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীদের হামলায় ইসরাইলি দূতাবাসের দুই কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত ৯টা ৫ মিনিটে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা রয়েছেন। ওই দুজন ইহুদি জাদুঘর থেকে বের হওয়ার পরই গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার বিবিসি এতথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এফ স্ট্রিটস এনডব্লিউ কাছাকাছি জায়গায় এ গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলের কাছে এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসসহ অসংখ্য পর্যটন স্থান, জাদুঘর এবং সরকারি ভবন রয়েছে।
ঘটনার পর বন্ধ করে দেয়া হয় আশপাশের সব সড়ক। তাৎক্ষণিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী। একে ‘ইহুদি-বিদ্বেষী’ হামলা বলে আখ্যা দিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের প্রতিনিধি।
জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত এ ঘটনাকে ইহুদি বিদ্বেষী সন্ত্রাসবাদ বলে মন্তব্য করেছেন। এক্স পোস্টে তিনি বলেছেন, কূটনীতিক ও ইহুদি সম্প্রাদায়ের ক্ষতিসাধন রেড লাইন অতিক্রম করেছে। আমরা এ ব্যাপারে মার্কিন কর্তৃপক্ষের কাছে এর বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপের আশা করছি।
সোর্স: আমার দেশ
মন্তব্য করুন: