[email protected] সোমবার, ১৯ মে ২০২৫
৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ মে ২০২৫ ১৬:০৫ পিএম

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন।১৮মে তার কার্যালয়ের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যানসারটি ইতিমধ্যে তার হাড়েও ছড়িয়ে পড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং মেক আমেরিকা গ্রেট এগেইন প্রচারণার প্রভাবশালী ব্যক্তি লরা লুমার দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যানসারে আক্রান্ত এবং তিনি ‘পরবর্তী দুই মাসের মধ্যে মারা যেতে পারেন।’ এই বিস্ফোরক দাবি তিনি করেছেন বাইডেনের স্বাস্থ্য সংক্রান্ত সাম্প্রতিক ঘোষণার পর।

বিবৃতিতে বলা হয়, ৮২ বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে ধরা পড়ে ক্যানসার।ক্যানসারটি বেশ আক্রমণাত্মক ধরনের, এবং তার গ্লিসন স্কোর ১০ এর মধ্যে ৯ — যা ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ ক্যানসারের ইঙ্গিত দেয়।

গ্লিসন স্কোর প্রোস্টেট ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়। এই স্কোর ক্যানসারের কোষের আকার, গঠন ও ছড়ানোর ধরন দেখে নির্ধারণ করা হয়। ক্যানসার কতটা আক্রমণাত্মক বা তীব্র এবং কেমন চিকিৎসা প্রয়োজন হতে পারে, তা এই স্কোর থেকে জানা যায়।

বাইডেন ও তার পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এই ক্যানসার হরমোন-সংবেদনশীল। এর অর্থ হলো, এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে।

ক্যানসার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন।

প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ও ফার্স্টলেডি মেলানিয়া “জো বাইডেনের ক্যানসার আক্রান্তের খবরে গভীরভাবে মর্মাহত।” তিনি বাইডেনের দ্রুত আরোগ্য কামনা করেন।  

সোর্স: যুমনা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর