[email protected] শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অ্যাপলের ভারত যাত্রায় অখুশি ট্রাম্প?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৫ ১৮:০৫ পিএম

ফাইল ছবি

চীনের ওপর নির্ভরতা কমাতে সম্প্রতি অ্যাপল ভারতের তাদের উৎপাদন বাড়িয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন তিনি চান, অ্যাপল ভারতে নয় যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন করুক।

১৫ মে কাতারে অবস্থানকালে ট্রাম্প বলেছেন, অ্যাপল সিইও টিম কুককে জানিয়েছেন তিনি চান না অ্যাপল ভারতে তাদের পণ্য তৈরি করুক।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অ্যাপল যুক্তরাষ্ট্রে ৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। কোম্পানিটি চীনের ওপর নির্ভরতা কমিয়ে ভারতে উৎপাদন বাড়াতে চাইছে। আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের মোট আইফোন উৎপাদনের ২৫ শতাংশ ভারতে সরিয়ে আনার পরিকল্পনা করছে। বর্তমানে প্রায় ৯০ শতাংশ আইফোন চীনে তৈরি হয়।

ট্রাম্প দাবি করেন, অ্যাপল যুক্তরাষ্ট্রে উৎপাদন আরো বাড়াবে, যদিও বিস্তারিত জানাননি।

অ্যাপল ধীরে ধীরে চীন থেকে সরিয়ে ভারতে ও ভিয়েতনামে উৎপাদন বাড়াচ্ছে, বিশ্লেষকরা বলছেন—যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদন অর্থনৈতিকভাবে অবাস্তব হতে পারে। কারণ এতে প্রতিটি আইফোনের দাম হতে পারে ১ হাজার ৫০০ ডলার থেকে ৩ হাজার ৫০০ ডলার পর্যন্ত।

সোর্স: বণিক বার্তা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর