[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে ৩৯ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন, মৃত্যু ৯ জনের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০২ পিএম

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্য পূর্বাঞ্চলে বন্যা ও ঝড়ে অন্তত ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টির পানিতে ডুবে গেছে রাস্তাঘাট।

স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঝড় শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে এবং প্রায় ৩৯ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিভ্রাটের মুখোমুখি হয়েছেন। এছাড়াও শত শত মানুষ বন্যায় আটকে পড়েছেন।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন, আমার রাজ্যে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। তীব্র বাতাসের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

বিগত এক দশকে এটিকে সবচেয়ে বৈরী আবহাওয়া বলে উল্লেখ করেছেন এই মার্কিন রাজনীতিবিদ। এ সময়ে লোকজনকে রাস্তাঘাট থেকে দূরে থেকে ঘরে অবস্থান করতে পরামর্শ দিয়েছেন তিনি।

অ্যান্ডি বেশিয়ার বলেন, সবাই রাস্তাঘাট থেকে দূরে থাকুন। এখন উদ্ধার অভিযান পরিচালনার সময়।

ঝড় শুরু হওয়ার আগেই রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্যোগ ত্রাণ তৎপরতার জন্য তার অনুরোধ অনুমোদন করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ এলাকা নতুন করে ভয়াবহ শীতের কবলে পড়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ফ্লোরিডা ও জর্জিয়ার কিছু অংশে প্রচণ্ড ঝড় বয়ে গেছে।

কেন্টাকি ও টেনেসির বিভিন্ন অংশে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা। তারা বলেন, কিছু সময়ের জন্য এটা অব্যাহত থাকবে।

সোর্স: ntv

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর