[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সাইবেরিয়ায় রাশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪ ২০:১০ পিএম

ছবি : রয়টার্স

সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে রাশিয়ার একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্তে একজন নিহত হয়েছেন।রোববার আন্তোনোভ-৩ নামের এ যাত্রীবাহী উড়োজাহাজটি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে।

রোববার (১৩ অক্টোবর) রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা সূত্রে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
জরুরি মন্ত্রণালয়ের পোস্ট করা এ বার্তায় বলা হয়, উড়োজাহাজটিতে তিনজন ক্রু ও দুজন যাত্রী ছিলেন। তবে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, উড়োজাহাজটি গাছের ভাঙা ডালপালার মধ্যে পড়ে আছে এবং এর ডানার টুকরো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
জানা যায়, রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ওলেকমিনস্কের কাছে উড়োজাহাজটি জরুরি অবতরণ করার চেষ্টা করেছিল। শহরটি উত্তর আর্কটিক মহাসাগরের সীমানায় অবস্থিত।
রাশিয়ার গণমাধ্যমের তথ্যানুসারে, বিধ্বস্ত উড়োজাহাজটি ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে একটি ছোট সিরিজে সোভিয়েত আমলে পরিকল্পিত নকশায় তৈরি করা হয়। এ ছাড়া উড়োজাহাজটি যাত্রী ও কার্গো বিমান, যেটি পাকা ও কাঁচা রাস্তায় উড্ডয়ন-অবতরণ করতে পারে।
এদিকে উড়োজাহাজ বিধ্বস্তের প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তবে তদন্ত চলছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর