 
                                                                        
                                    মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শনের রাজনীতিতে ইসরায়েলের চেয়ে এখন খানিকটা পেছনে ইরান। ইসরায়েলের মুহুর্মুহু হামলায় হামাস ও হিজবুল্লাহসহ তাদের প্রতিরোধ অক্ষের গুরুত্বপূর্ণ নেতারা নিহত হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তবে এত কিছুর পরও ইরান এখনো পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি বলেই মনে করে যুক্তরাষ্ট্র। দুইজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্যই জানিয়েছেন।
বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ন্যাশনাল ইন্টেলিজেন্সের অফিসের (ওডিএনআই) পরিচালক-এর একজন মুখপাত্র এই ধারণার কথা জানান। তার আগে এই সপ্তাহের শুরুতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক উইলিয়াম বার্নসও জনসম্মুখে একই কথা বলেন। তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা ২০০৩ সালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থগিত করার যে ফতুয়া জারি করেছিলেন সেটি পরিবর্তন করেছেন, এমন কোনো প্রমাণ দেখেনি যুক্তরাষ্ট্র।
ওডিএনআই-এর মুখপাত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ির কথা উল্লেখ করে বলেছেন, আমরা মূল্যায়ন করে দেখতে পেয়েছি যে ২০০৩ সালে ইরান যে পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থগিত করেছিল তা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেননি সর্বোচ্চ নেতা।
গত সপ্তাহে ইসরায়েলে ১৮০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এই হামলায় ইসরায়েলে প্রাণহানির খবর না পাওয়া গেলেও সামরিক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। ইরানের এই হামলার পর বড় ধরনের পাল্টা জবাব দেয়ার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার। তবে ইসরায়েলকে ইরানের পরমাণুকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছে তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র।
রয়টার্স বলছে, ইরানের হামলার প্রতিশোধ হিসেবে তাদের পারমাণবিক স্থাপনায় হামলার কথা ভাবছে ইসরায়েল। তবে এর বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র। আর এই গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের বিরোধী অবস্থান ব্যাখ্যা করতে সহায়ক হবে।
মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বলছেন, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ধ্বংস করার প্রচেষ্টা শুধু তাদের পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টাকে বিলম্বিত করতে পারে। তবে এমনটা করা হলে বোমা তৈরি করতে তেহরানের সংকল্পকে তা আরও শক্তিশালী করতে পারে।
বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, আমরা সবাই খুব সতর্কতার সঙ্গে বিষয়টি দেখছি।
নিউইয়র্কে জাতিসংঘে ইরানের মিশন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে তেহরান বারবার পারমাণবিক অস্ত্র কর্মসূচির কথা অস্বীকার করেছে।
মন্তব্য করুন: