[email protected] মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
১০ ভাদ্র ১৪৩২

হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণায় সতর্ক করল ডিএসই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম

ফাইল ছবি

অসাধু চক্রের ফাঁদে পড়ে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হবেন না। সব সময় জেনেবুঝে বিনিয়োগ করুন এবং প্রতারণা থেকে দূরে থাকুন। পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপভিত্তিক প্রতারণার বিষয়ে সতর্ক করে ২৪ আগস্ট এসব কথা বলেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই।

সম্প্রতি একশ্রেণির অসাধু ব্যক্তি ডিএসইর নাম, ঠিকানা ও লোগো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিত্যনতুন কায়দায় প্রতারণা চালাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিএসই জানিয়েছে, এ বিষয়ে ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্রোকারেজ হাউস, সিডিবিএল, ব্যাংকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। একই সঙ্গে ডিএসইর ওয়েবসাইটে ব্যানারের মাধ্যমে বিনিয়োগকারীদের সাবধান থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ ধরনের প্রতারণার বিষয়ে রাজধানীর খিলক্ষেত থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং গোয়েন্দা সংস্থার তৎপরতা অব্যাহত আছে।

ডিএসই কর্তৃপক্ষ বলছে, শেয়ার বা সিকিউরিটিজ লেনদেনের একমাত্র বৈধ মাধ্যম হলো ডিএসই ও সিএসইর অনুমোদিত ব্রোকারেজ প্রতিষ্ঠান এবং ডিএসই মোবাইল অ্যাপ। এর বাইরে বৈধ কোনো প্ল্যাটফর্ম নেই। অন্য কোনো প্ল্যাটফর্ম বা ব্যক্তি যদি অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখায়, তবে তা প্রতারণা ছাড়া কিছু নয়। 

সোর্স: চ্যানেল২৪

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর