[email protected] বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২

ফ্রান্সে সুখবর পেল বাংলাদেশি অভিবাসীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

ফাইল ছবি

ফ্রান্সে বসবাসরত প্রায় এক লাখ বাংলাদেশি, যাদের মধ্যে অনেকে অনিয়মিত অবস্থায় রয়েছেন, দীর্ঘদিন ধরে অভিবাসন নীতির বিভিন্ন পরিবর্তনের ফলে উদ্বেগে ছিলেন।

সম্প্রতি, দেশটির সরকার গুরুতর অপরাধে দণ্ডিত অভিবাসীদের ৯০ দিনের বেশি আটক রাখার জন্য একটি নতুন আইন প্রণয়নের চেষ্টা করে, যা অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ভীতি সৃষ্টি করেছিল।

তবে, দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত সেই আইনটিকে অসাংবিধানিক ঘোষণা করায় অভিবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। ৭ আগস্ট দেওয়া এই রায়ে আদালত স্পষ্ট করে জানায়, কাউকে ৯০ দিনের বেশি আটক রাখা যাবে না।

বাতিল হওয়া এই আইন অনুসারে, যারা গুরুতর অপরাধে দণ্ডিত বা 'বিশেষভাবে বিপজ্জনক', তাদের ৯০ দিনের পরিবর্তে ২১০ দিন পর্যন্ত আটক রাখা যেত। কিন্তু সাংবিধানিক আদালত এই বিধানকে সংবিধানের পরিপন্থী ঘোষণা করে বলেছে, এত দীর্ঘ সময় কাউকে আটক রাখা তার ব্যক্তিগত স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করে।

ফ্রান্সের সাংবিধানিক কাউন্সিলের রায়ে অভিবাসীদের মৌলিক অধিকার রক্ষা করা হবে এবং আটক রাখার সময়সীমা ন্যায্য ও সীমিত হতে হবে।  

সোর্স: সময়

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর