ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই সিদ্ধান্ত নেন।
ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন জানান, প্রার্থী হিসেবে প্রয়োজনীয় ভোটারের স্বাক্ষরের সংখ্যাগত শর্ত পূরণ করা হলেও প্রস্তাবক ও সমর্থক হিসেবে দেওয়া ১০ জনের মধ্যে দুজন ওই আসনের ভোটার নন। নির্বাচনবিধি অনুযায়ী এ ত্রুটির কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে।
এর আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করা তাসনিম জারা দলটির নির্বাচনী জোট গঠন নিয়ে বিতর্কের মধ্যে পদত্যাগ করেন। পরে তিনি ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
হলফনামা অনুযায়ী, ৩১ বছর বয়সী তাসনিম জারা পেশায় চিকিৎসক, শিক্ষক ও উদ্যোক্তা। তাঁর বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার টাকা। বিদেশ থেকে তাঁর অতিরিক্ত আয় রয়েছে। অস্থাবর সম্পদের মূল্য প্রায় ২২ লাখ টাকা, স্থাবর সম্পদ নেই।
মন্তব্য করুন: