[email protected] শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১৩ পৌষ ১৪৩২

ভোটার তালিকায় নাম তুললেন তারেক রহমান, শিগগিরই মিলছে এনআইডি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫ ১৮:১২ পিএম

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় নাম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। শনিবার দুপুর ১টায় তিনি আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে আঙুলের ছাপ, আইরিশ স্ক্যান ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য প্রদান করেন।

এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষ হওয়ায় সর্বোচ্চ এক দিনের মধ্যেই তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করা সম্ভব হবে।

নিবন্ধন কার্যক্রম শেষ করে দুপুর ১টা ১৭ মিনিটে তিনি ধানমন্ডিতে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য, সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়া বাধ্যতামূলক। এ ক্ষেত্রে দেশের যেকোনো নির্বাচনী এলাকার ভোটার হলেই আইনগত শর্ত পূরণ হয়। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

ইতোমধ্যে বগুড়া-৬ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর