বাংলাদেশে বজ্রপাতের তীব্রতা ও ঘনত্ব আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদ ও জলবায়ু বিশেষজ্ঞ ড. মো. আব্দুল মান্নান। বিশ্ব উষ্ণায়ন, বায়ু দূষণ ও গাছ নিধনের ফলে প্রাক-বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বাড়ছে।
প্রতি বছর দেশে গড়ে ৩০০ জন বজ্রপাতে মারা যান, যাদের বেশিরভাগই গ্রামীণ কৃষক ও খোলা মাঠে কাজরত মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বজ্রপাতের হার সবচেয়ে বেশি।
বাংলাদেশে বর্তমানে প্রতি বর্গকিলোমিটারে বছরে ১২০টি বজ্রপাত রেকর্ড করা হচ্ছে, যার এক-তৃতীয়াংশ মাটিতে আঘাত হানে। স্বাস্থ্য ও অবকাঠামোগত দুর্বলতার কারণে গ্রামীণ এলাকাগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে।
ড. মান্নান বলেন, প্রাকৃতিক বজ্রনিরোধক হিসেবে কাজ করা বড় গাছগুলো কেটে ফেলায় ঝুঁকি আরও বেড়েছে। তিনি জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা অবকাঠামো, জনসচেতনতা ও জলবায়ু অভিযোজন নীতির ওপর জোর দিয়েছেন।
মন্তব্য করুন: