[email protected] শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১ অগ্রহায়ণ ১৪৩২

গ্রেপ্তার হলেন হিরো আলম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫ ১৯:১১ পিএম

ছবি : সংগৃহীত

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ নভেম্বর দুপুরে হাতিরঝিল থানা পুলিশ তাকে আটক করে। হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই ফুয়াদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই মামলায় আরেক আসামি আহসান হাবিব সেলিমের বিরুদ্ধেও পরোয়ানা রয়েছে।

মামলাটি করেছিলেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি। অভিযোগে বলা হয়েছে—দাম্পত্য কলহের জেরে হিরো আলম তাকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে ২১ জুন হাতিরঝিলের একটি বাসায় মীমাংসার উদ্দেশ্যে ডাকার পর সেখানে হিরো আলমসহ ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি বাদীকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে তারা বাদীর বর্তমান বাসায় ঢুকে কাঠের লাঠি দিয়ে তাকে মারধর করেন এবং তাঁর গলা থেকে দেড় ভরি সোনার চেইন নিয়ে যান।

২৩ জুন এ ঘটনায় রিয়া মনি হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করে ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছিলেন না। তাই তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করা হলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আজ মূল আসামি হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর