[email protected] শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
২০ পৌষ ১৪৩২

শরিফ ওসমান হাদি হত্যা মামলায় দুই আসামির জবানবন্দি, ভারতে পালাতে সহায়তার স্বীকারোক্তি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬ ১৫:০১ পিএম

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার সঞ্জয় চিসিম ও তার সহযোগী মো. ফয়সাল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম-এর আদালতে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।

এর আগে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ জবানবন্দি গ্রহণের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে জবানবন্দি রেকর্ড শেষে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী সদর থানার তরুয়া এলাকার মোল্লাবাড়ির সামনে তরুয়ার বিল থেকে উদ্ধার করে র‌্যাব। এ সময় মো. ফয়সালকে আটক করা হয়। তিনি প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শ্যালকের বন্ধু বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার সূত্রপাত গত ১২ ডিসেম্বর, যেদিন ওসমান হাদিকে গুলি করা হয়। ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের হত্যাচেষ্টার মামলা করেন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর ওসমান হাদি মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর