[email protected] শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২

ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৯৯ কোটি টাকা জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

ছবি : সংগৃহীত

বাংলাদেশে টেলিযোগাযোগ ব্যবহারে ধর্মীয়, সাম্প্রদায়িক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের জন্য কঠোর শাস্তি বিধানসহ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া প্রকাশ করা হয়েছে। ৫ নভেম্বর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ খসড়াটি প্রকাশ করে, যা সাধারণ নাগরিক ও অংশীজনদের মতামতের জন্য ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে।

ধারা ৬৬ক অনুযায়ী, টেলিযোগাযোগ যন্ত্রপাতি বা বেতার প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের অখণ্ডতা, নিরাপত্তা, প্রতিরক্ষা বা জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করার চেষ্টা, সহিংসতা উসকানি বা সার্বভৌমত্ব নস্যাৎ করা, হ্যাকিং, অর্থনৈতিক ক্ষতি বা অন্যান্য বিপজ্জনক কর্মকাণ্ড সংঘটিত করলে অপরাধীকে সর্বোচ্চ বছরের কারাদণ্ড বা ৯৯ কোটি টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।

ধারা ৬৯ক অনুসারে, কোনো ব্যক্তিকে অশ্লীল, হুমকিমূলক বা অপমানজনক বার্তা প্রেরণের জন্য প্রস্তাব দেওয়া হলে, প্রেরক প্রস্তাবক উভয়ই সর্বোচ্চ বছরের কারাদণ্ড বা . কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। একই সঙ্গে, বারবার বিরক্তিকর ফোন কল দেওয়ার জন্যও সর্বোচ্চ মাস কারাদণ্ড বা লাখ টাকা অর্থদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে।

ধারা প্রয়োগে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইন প্রযোজ্য হবে। খসড়ার ওপর মতামত পাঠানোর শেষ সময় ১৫ নভেম্বর পর্যন্ত। মতামত দেওয়া যাবে ইমেইলে: [email protected] অথবা ডাকযোগে সচিব, ডাক টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ঠিকানায়।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর