[email protected] শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
২৯ কার্তিক ১৪৩২

ট্রাম্প নিষেধাজ্ঞা দিলে, ভারতের টেক ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে? মোদির টুটি চেপে ধরে আছেন ট্রাম্প!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ২১:১১ পিএম
আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ৯:১৯ পিএম

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে কোটি মানুষের হাতে থাকা স্মার্টফোনগুলো মূলত দুই ধরনের অপারেটিং সিস্টেমের ওপর নির্ভরশীল, অ্যান্ড্রয়েড ও আইওএস। এই দুই প্ল্যাটফর্মই যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে। চীন নিজেদের ব্যবহারের জন্য কয়েকটি নতুন অপারেটিং সিস্টেম তৈরি করলেও সেগুলোর কার্যক্রম সীমাবদ্ধ তাদের দেশের ভেতরেই।

বিপরীতে ভারত এখনো নিজেদের স্মার্টফোন বা কম্পিউটার ডিভাইসের জন্য কোনো স্বতন্ত্র অপারেটিং সিস্টেম গড়ে তুলতে পারেনি। এমনকি দেশে বহুল ব্যবহৃত প্রায় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মালিকানাও যুক্তরাষ্ট্রের।

এই প্রেক্ষাপটে নতুন প্রশ্ন উঠেছে, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রনির্ভর সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর ব্যবহার নিষিদ্ধ করেন, তাহলে ভারতের কী হবে? X, Google, Instagram, Facebook, এমনকি ChatGPT, কোনোটাই ব্যবহার করতে না পারলে প্রায় দেড়শো কোটি মানুষের ডিজিটাল জীবন কীভাবে চলবে? এমনই সতর্কবার্তা দিয়েছিলেন মুম্বাইয়ের আরপিসি এন্টারপ্রাইজের চেয়ারম্যান শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। তিনি মনে করিয়ে দেন, এখনই ভারতের জন্য জরুরি একটি বিকল্প পরিকল্পনা বা "প্ল্যান বি" নিয়ে চিন্তা-ভাবনা শুরু করা।

গোয়েঙ্কার সামাজিক মাধ্যমে লেখা সেই পোস্ট দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছে। বহু বিশেষজ্ঞই মনে করেন, যদি সত্যিই এমন নিষেধাজ্ঞা আরোপ হয়, তবে ভারতের ডিজিটাল অর্থনীতি বড় ধাক্কা খাবে। ট্রাম্প ইতোমধ্যেই দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, যা দেশটির রপ্তানি বাণিজ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। দুই দেশের মধ্যে বাণিজ্য-চুক্তি স্থবির হয়ে পড়ায় শঙ্কা আরও বেড়েছে যে, রাজনৈতিক সুবিধা আদায়ে ট্রাম্প সামাজিক মাধ্যমেও কড়া পদক্ষেপ নিতে পারেন।

পরিস্থিতিতে প্রযুক্তিগত স্বনির্ভরতার উপর জোর দিয়েছেন ভারতের প্রযুক্তি প্রতিষ্ঠান জোহোর প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু। গোয়েঙ্কার সাথে একমত হয়ে তিনি মনে করিয়ে দেন, সোশ্যাল মিডিয়া নয়, অপারেটিং সিস্টেম, চিপ, সেমিকন্ডাক্টরসহ মৌলিক প্রযুক্তি ক্ষেত্রেও ভারত ব্যাপকভাবে বিদেশ নির্ভরশীল। তাই ভারতের ডিজিটাল কাঠামোকে শক্তিশালী করতে তিনি দশ বছরের একটি "টেক রেজিলিয়েন্স ন্যাশনাল মিশন" চালুর প্রস্তাব দেন।

ভেম্বুর মতে, এটি শুধু অর্থনৈতিক উন্নয়নের কৌশল নয়, ভারতের জন্য এটি কৌশলগত নিরাপত্তার অংশও বটে। ভারতের বহু নাগরিক তার এই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেছেন এবং মনে করছেন, ডিজিটাল যুগে টিকে থাকতে প্রযুক্তিগত আত্মনির্ভরতার বিকল্প নেই।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর