[email protected] মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
২০ কার্তিক ১৪৩২

না আছে বেতন না আছে খাবার, তবে কি পতন ঘটছে আমেরিকার ?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫ ১৭:১১ পিএম

ছবি : সংগৃহীত

ওয়াশিংটনসহ যুক্তরাষ্ট্রজুড়ে চলছে সরকারের শাটডাউন, যার প্রভাব পড়েছে কোটি মানুষের জীবনে। বাজেট ইস্যুতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের রাজনৈতিক অচলাবস্থায় প্রশাসন কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মী হয় বরখাস্ত, নয়তো কাজ করছেন বিনা বেতনে। এই অর্থনৈতিক স্থবিরতা এখন খাদ্যের অভাবে পরিণত হয়েছে।

রাজধানীর রাস্তায় অফিসগামী ভিড়ের জায়গায় এখন দেখা যাচ্ছে ফুড ব্যাংকের দীর্ঘ লাইন। হাতে বাক্স নিয়ে দাঁড়িয়ে আছেন শত শত মানুষযাদের অনেকে গত সপ্তাহেও নিয়মিত চাকরিজীবী ছিলেন। লুইসভিল, ব্রঙ্কস অস্টেলসহ বিভিন্ন শহরে ফুড প্যান্ট্রিগুলোর সামনে নতুন মুখ বাড়ছে প্রতিদিন। একদিনে জর্জিয়ার এক সাইটে হাজারেরও বেশি মানুষকে খাবার দেওয়া হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় বহুগুণ বেশি।

একই সঙ্গে SNAP ভাতা বন্ধ হয়ে যাওয়ায় আরও বিপাকে পড়েছেন চার কোটি মানুষ, যারা মাসে সরকারি খাদ্য সহায়তার ওপর নির্ভর করেন। আদালতের নির্দেশে সহায়তা চালু রাখার সিদ্ধান্ত হলেও, কবে ভাতা পৌঁছাবে তা অনিশ্চিত। এই অবস্থায় ফুড প্যান্ট্রিগুলো শুধু খাবার নয়দিচ্ছে সম্মান, পোষা প্রাণীর খাবার, টয়লেটরিজ এমনকি রক্তচাপ পরীক্ষা পর্যন্ত।

বিশেষজ্ঞরা বলছেন, শাটডাউন দীর্ঘায়িত হলে খাদ্য অনিরাপত্তা ভয়াবহ আকার নেবে, যার প্রভাব পড়বে শিক্ষা, কর্মসংস্থান জনস্বাস্থ্যে। আমেরিকার এই সংকট শুধু অর্থনৈতিক নয়এটা এক গভীর সামাজিক বাস্তবতার প্রতিফলন, যেখানে সম্মানিত নাগরিকও আজ দাঁড়াচ্ছেন ফুড ব্যাংকের সারিতে।

এটাই আজকের আমেরিকার নতুন প্রতিচ্ছবিক্ষুধা, অনিশ্চয়তা ভরসা হারানোর এক যুগের সূচনা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর