আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ নভেম্বর দুপুরে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, মহান আল্লাহর রহমতে ঠাকুরগাঁও-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। এজন্য তিনি বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ দলের সব নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিজের জীবনের রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের প্রত্যেকেরই একটা গল্প আছে। আমি যখন ১৯৮৭ সালে রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেই, আমার স্ত্রী ও ছোট দুই মেয়ে তখন অনিশ্চিত জীবনের মুখোমুখি হয়েছিল।”
তিনি আরও লেখেন, “আমার বড় মেয়ের অপারেশন চলাকালে আমি ঢাকায় যাওয়ার পথে গাড়িতে ছিলাম। পাশে থাকতে পারিনি। এমন হাজারো ত্যাগ-তিতিক্ষার গল্প আমাদের দলের প্রতিটি কর্মীর জীবনে রয়েছে।”
স্ট্যাটাসের শেষাংশে মির্জা ফখরুল লিখেছেন, “এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, তারা হতাশ হবেন না। ইনশাআল্লাহ দল আপনাদের প্রাপ্য সম্মান ও দায়িত্ব দেবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা জনগণের পাশে থেকে কাজ করে যাব।”
দীর্ঘদিন ধরে বিএনপির মুখপাত্র হিসেবে নেতৃত্ব দিয়ে আসা মির্জা ফখরুলের এই পোস্ট রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তার বার্তা বিএনপি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলেও জানা গেছে।
মন্তব্য করুন: