[email protected] মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
২ পৌষ ১৪৩২

ডা. শফিকুর রহমানের সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৫ ১৬:১০ পিএম

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস। বুধবার সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। আলোচনায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য কূটনীতিক অগ্রগতিসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

বৈঠকে জামায়াতের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন। সুইডিশ দূতাবাসের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য রাজনৈতিক বিভাগের প্রধান ওলে লুন্ডিন।

উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ-সুইডেন উন্নয়ন অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর