 
                                                                        
                                    হামাস-ইসরায়েল যুদ্ধ চলাকালেও গোপনে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়েছে মধ্যপ্রাচ্যের ছয় মুসলিম দেশ। ওয়াশিংটন পোস্ট ও ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের এক যৌথ প্রতিবেদনে ফাঁস হওয়া মার্কিন নথিতে উঠে আসে এ চাঞ্চল্যকর তথ্য।
সৌদি আরব, মিসর, জর্ডান, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ২০২২ সাল থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গোপন সামরিক জোটে যুক্ত হয়। এই জোটের উদ্দেশ্য ছিল ইরানের হুমকি মোকাবিলা, কিন্তু বাস্তবে চলেছে গাজা ও হামাসবিরোধী প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য বিনিময়।
প্রতিবেদনে বলা হয়, এই দেশগুলো ইসরায়েল ও মার্কিন সেনার সঙ্গে যৌথ মহড়া, টানেল যুদ্ধ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণে অংশ নেয়, যা গাজায় ইসরায়েলি হামলায় ব্যবহার হয়েছে।
২০২৪ সালে এই জোট যুক্ত হয় মার্কিন রাডার ও সেন্সর নেটওয়ার্কে। যদিও আরব নেতারা প্রকাশ্যে গাজার গণহত্যা নিন্দা করেছেন, কিন্তু গোপনে তাদের কর্মকাণ্ড ছিল তার বিপরীত।
মন্তব্য করুন: