[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

মুখে নিন্দা, গোপনে সহায়তা: হামাস-ইসরায়েল যুদ্ধে আরব বিশ্বের দ্বিচারিতা ফাঁস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

হামাস-ইসরায়েল যুদ্ধ চলাকালেও গোপনে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়েছে মধ্যপ্রাচ্যের ছয় মুসলিম দেশ। ওয়াশিংটন পোস্ট ও ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের এক যৌথ প্রতিবেদনে ফাঁস হওয়া মার্কিন নথিতে উঠে আসে এ চাঞ্চল্যকর তথ্য।

সৌদি আরব, মিসর, জর্ডান, বাহরাইন, কাতার সংযুক্ত আরব আমিরাত ২০২২ সাল থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গোপন সামরিক জোটে যুক্ত হয়। এই জোটের উদ্দেশ্য ছিল ইরানের হুমকি মোকাবিলা, কিন্তু বাস্তবে চলেছে গাজা হামাসবিরোধী প্রশিক্ষণ গোয়েন্দা তথ্য বিনিময়।

প্রতিবেদনে বলা হয়, এই দেশগুলো ইসরায়েল মার্কিন সেনার সঙ্গে যৌথ মহড়া, টানেল যুদ্ধ, আকাশ প্রতিরক্ষা সাইবার নিরাপত্তা প্রশিক্ষণে অংশ নেয়, যা গাজায় ইসরায়েলি হামলায় ব্যবহার হয়েছে।

২০২৪ সালে এই জোট যুক্ত হয় মার্কিন রাডার সেন্সর নেটওয়ার্কে। যদিও আরব নেতারা প্রকাশ্যে গাজার গণহত্যা নিন্দা করেছেন, কিন্তু গোপনে তাদের কর্মকাণ্ড ছিল তার বিপরীত।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর