[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

‘উইকিপিডিয়া পক্ষপাতদুষ্ট’, গ্রোকিপিডিয়া আনলেন ইলন মাস্ক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ১৪:১০ পিএম

ছবি : সংগৃহীত

উইকিপিডিয়ার বিকল্প হিসেবে নতুন অনলাইন জ্ঞানভান্ডার ‘গ্রোকিপিডিয়া’ (Grokipedia) চালু করেছেন টেসলা ও এক্স মালিক ইলন মাস্ক। স্থানীয় সময় সোমবার (২৭ অক্টোবর) তিনি এক্সে পোস্ট দিয়ে প্ল্যাটফর্মটির উদ্বোধনের ঘোষণা দেন।

এক মাস আগেই মাস্কের প্রতিষ্ঠান xAI জানিয়েছিল, তারা উইকিপিডিয়ার চেয়ে বহুগুণ উন্নত একটি মুক্ত জ্ঞানভান্ডার তৈরি করছে। চালুর পরপরই কিছু ব্যবহারকারী সাইটে প্রবেশে সমস্যার মুখে পড়েন, তবে পরে Business Insider জানায়, সাইটে ইতিমধ্যে মাস্কের নামে নিবন্ধ যুক্ত হয়েছে।

গ্রোকিপিডিয়ার ইন্টারফেস কালো এবং এতে উইকিপিডিয়া ও চ্যাটজিপিটির মতো ফন্ট ব্যবহার করা হয়েছে। হোমপেজে দেখা যায়, ‘Grokipedia v0.1’— যেখানে ৮ লাখ ৮৫ হাজারের বেশি নিবন্ধ রয়েছে। মাস্কের দাবি, এটি হবে “রাজনৈতিক পক্ষপাতমুক্ত” জ্ঞানভান্ডার, যা মূলধারার পক্ষপাতদুষ্ট প্ল্যাটফর্মগুলোর বিকল্প হবে।

উল্লেখ্য, মাস্ক আগে উইকিপিডিয়াকে ‘বামপন্থী পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করেছিলেন। অপরদিকে, উইকিপিডিয়ার সহ–প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গ্রোকিপিডিয়া এখনও নির্ভুল নয় এবং এতে ভুল তথ্যের ঝুঁকি রয়ে গেছে। মাস্ক বলেছেন, তাঁর লক্ষ্য পৃথিবীর তথ্যভান্ডারকে “নতুনভাবে লেখা”।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর