[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ কতটুকু সত্য?

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫ ১৯:১০ পিএম

ছবি : সংগৃহীত

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ পুনরায় উত্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, “নির্বাচনটি কারচুপি করে চুরি করা হয়েছিল।” রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প বলেন, “ডেমোক্র্যাটদের কারচুপি এখন তাস খেলা এনবিএ খেলোয়াড়দের চেয়েও খারাপ। ২০২০ সালের নির্বাচন ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় কেলেঙ্কারি।”

ট্রাম্পের ভাষায়, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনদুর্নীতিগ্রস্ত অযোগ্য”, যার নেতৃত্বে দেশটির অবস্থাদুর্বিষহ হয়ে উঠেছে।তিনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে আহ্বান জানিয়েছেন ২০২০ সালের নির্বাচনে কথিত কারচুপির বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার জন্য।

উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়ে প্রেসিডেন্ট হন। ট্রাম্প তখন থেকেই ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে আসছেন, যদিও যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালত রাজ্য কর্তৃপক্ষ সেই অভিযোগের প্রমাণ পায়নি। তবু, ২০২৪ সালের নির্বাচনের আগে ট্রাম্পের এই দাবি নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর