[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে আবারও সব রেকর্ড ভেঙে বেড়েছে স্বর্ণের দাম। এক দিনে কয়েকবার লাফিয়ে দামের ঊর্ধ্বগতি ঘটেছে।

যুক্তরাষ্ট্র চীনের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সুদহার কমার প্রত্যাশায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। এতে সোমবার প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্স ,১০০ ডলার ছাড়িয়ে যায়।

রয়টার্স জানায়, ওই দিন বিকেলে স্পট মার্কেটে স্বর্ণের দাম .% বেড়ে দাঁড়ায় ,১০৬.৪৮ ডলার। মার্কিন ফিউচার মার্কেটে ডিসেম্বরের জন্য স্বর্ণের দাম .% বেড়ে পৌঁছায় ,১৩৩ ডলারে।

সেশন শুরুর সময় স্বর্ণের সর্বোচ্চ দর ছিল ,০৭৮.৫০ ডলার, আর দুপুরে তা দাঁড়ায় ,০৬৭.৭৯ ডলারে।

একই কারণে রুপার দামও রেকর্ড ভেঙেছে। স্পট সিলভার . শতাংশ বেড়ে প্রতি আউন্স বিক্রি হয়েছে ৫১.৬০ ডলারে, যা সর্বোচ্চ।

বিশ্বের বেশিরভাগ বিরল খনিজের একচেটিয়া নিয়ন্ত্রণ চীনের হাতে, যা প্রযুক্তিপণ্য সামরিক সরঞ্জামে ব্যবহৃত হয়। এই সংকটও মূল্যবৃদ্ধিতে ভূমিকা রাখছে।

ব্লু লাইন ফিউচার্সের প্রধান বাজার বিশ্লেষক ফিলিপ স্ট্রেইবল বলেন, স্বর্ণের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে এবং ২০২৬ সালের মধ্যে দাম ,০০০ ডলার ছাড়াতে পারে।

চলতি বছরে স্বর্ণের দাম বেড়েছে ৫৬ শতাংশ।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর