[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

চীনকে সাহায্য করতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

চীনের বিরল খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপের জবাবে যুক্তরাষ্ট্র ১ নভেম্বর থেকে অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কয়েকদিন পর, রোববার ট্রাম্প নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ সুর নরম করে বলেন, “যুক্তরাষ্ট্র চীনকে ক্ষতি করতে চায় না, বরং সাহায্য করতে চায়।”

ট্রাম্প বলেন, “সম্মানিত প্রেসিডেন্ট শি জিনপিং নিশ্চয়ই চান না যে, তাঁর দেশ মন্দার মধ্যে পড়ুক।

এর আগে ট্রাম্পের হুমকির কারণে ওয়াল স্ট্রিটে বড় ধস নামে। বিনিয়োগকারীরা নতুন করে বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার শঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েন।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই শুল্ক হুমকিকে "দ্বৈত মানদণ্ড" বলে উল্লেখ করে জানায়, এই ধরনের আচরণ চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের সঠিক পন্থা নয়।

চীনের বিরল খনিজ (rare earths) রপ্তানি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র চীনের মধ্যে টানাপোড়েন চলছে। এই খনিজগুলো স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, সামরিক সরঞ্জাম নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ। বিশ্বে এই খনিজের উৎপাদন প্রক্রিয়াকরণে চীন একচেটিয়া আধিপত্য রাখে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর