[email protected] শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
১৬ কার্তিক ১৪৩২

ভারতের ৩ কফ সিরাপে বিষাক্ত রাসায়নিক, WHO-র সতর্কবার্তা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ১৫:১০ পিএম

ছবি : সংগৃহীত

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সম্প্রতি ভারতের ৩টি কফ সিরাপ নিয়ে সতর্কবার্তা জারি করেছে।

সিরাপগুলো ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি হলেও, এতে ক্ষতিকর রাসায়নিক ডায়াথিলিন গ্লাইকোলের উপস্থিতি অনুমোদিত মাত্রার চেয়ে ৫০০ গুণ বেশি পাওয়া গেছে। এই তিন সিরাপ হলো কোল্ডরিফ, রেসপিফরেশ টিআর এবং রিলাইফ

২০২৩ সালেও অনুরূপ কফ সিরাপের কারণে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় শিশুমৃত্যুর ঘটনা ঘটেছিল। ভারতে গত আগস্টে কোল্ডরিফ সিরাপে ১৭টি শিশুমৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা CDSCO জানিয়েছে, WHO-র সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে ওষুধের মান নিয়ন্ত্রণে তারা আরও কঠোর ব্যবস্থা নেবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর