 
                                                                        
                                    তহবিল সংকটে পড়ে বিশ্বজুড়ে ৯টি শান্তিরক্ষা মিশন থেকে প্রায় ২৫% সেনা ও পুলিশ সদস্য ফিরিয়ে আনতে যাচ্ছে জাতিসংঘ। ফলে কমবে প্রায় ১৩-১৪ হাজার শান্তিরক্ষী। রয়টার্সকে জাতিসংঘের কর্মকর্তারা জানান, এর পেছনে অন্যতম কারণ যুক্তরাষ্ট্র থেকে তহবিল পাওয়ার অনিশ্চয়তা।
জাতিসংঘের শান্তিরক্ষা বাজেটের (২৬%) আসে যুক্তরাষ্ট্র থেকে, এরপর রয়েছে চীন (২৪%)। তবে ২০২৪-২৫ সালের জন্য বরাদ্দ ৮০০ মিলিয়ন ডলার বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। আরও ২৮০ কোটি ডলার বকেয়া রয়েছে, যদিও এর মধ্যে ৬৮ কোটি ডলার শিগগির দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।
এই সংকটের প্রভাব পড়বে দক্ষিণ সুদান, কঙ্গো, লেবানন, কসোভো, সাইপ্রাসসহ ৯টি অঞ্চলের মিশনে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, ৮০ বছরে প্রথমবার এমন চাপ মোকাবিলা করছে সংস্থাটি। খরচ কমাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন: