 
                                                                        
                                    গাজা যুদ্ধ শুরু হওয়ার পর দুই বছরে ইসরায়েলের ১,১৫২ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে সেনা, পুলিশ, গোয়েন্দা সংস্থা শিন বেত সদস্য ও বেসামরিক নিরাপত্তাকর্মীরা রয়েছেন।
তারা সরাসরি সংঘর্ষ ছাড়াও দুর্ঘটনা, অসুস্থতা বা আত্মহত্যায় মারা গেছেন। সবচেয়ে বেশি হতাহত হয়েছেন গাজা, লেবানন ও পশ্চিম তীরের সংঘাতে। নিহতদের ৪২% এর বয়স ২১ বছরের নিচে, অধিকাংশই বাধ্যতামূলক সামরিক পরিষেবায় নিয়োজিত ছিলেন।
নিহতদের পরিবারগুলোর সংখ্যা ৬,৫০০ ছাড়িয়েছে। তাদের সহায়তায় ৬ কোটি শেকেল বাজেটের একটি বিশেষ কর্মসূচি চালু করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। দাফন সম্পন্ন হয়েছে ২৬৪টি কবরস্থানে এবং ২৪টি আরও সম্প্রসারিত করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “এই দেশ আমাদের সন্তানদের রক্তে গড়া। তাদের স্মৃতি রক্ষা করা আমাদের দায়িত্ব।”
মন্তব্য করুন: