 
                                                                        
                                    ‘বৃহত্তর ইসরায়েল’ গঠনের মন্তব্য করে নতুন করে বিতর্কের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে বাংলাদেশসহ ৩১টি আরব ও ইসলামি দেশ এক যৌথ বিবৃতিতে তার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।
জর্ডান, সৌদি আরব, মিসর, কাতার, তুরস্ক, পাকিস্তান, ওআইসি ও আরব লীগের মহাসচিবরাও এতে সই করেন। তারা বলেন, নেতানিয়াহুর পরিকল্পনা আরব জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।
নেতানিয়াহু সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে বলেন, তিনি বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন।
বিবৃতিতে পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের অনুমোদন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রত্যাখ্যান করায় ইসরায়েলেরও নিন্দা জানানো হয়।
ইসরায়েলের এসব কর্মকাণ্ডকে জাতিসংঘ প্রস্তাব ২৩৩৪ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।
মন্তব্য করুন: