[email protected] রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৫ ১৮:০৫ পিএম

ফাইল ছবি

ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

১৬ মে ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে যুবাদের জয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও আশিকুর রহমান। নেপালের পক্ষে গোলটি করেন সুজন ডাঙ্গোল।

অন্যদিকে, একইদিন রাতে দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে হারায় ভারত। আগামী ১৮ মে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। 

বাংলাদেশের কোচ ছোটন শুরু থেকেই ভারতের বিপক্ষে ফাইনালের সম্ভাবনার কথা বলেছিলেন। তার ভাষায়,‘সাফ ফুটবলে ভারত সবসময় শক্ত প্রতিপক্ষ। অরুণাচলের ফুটবলপ্রেমীরা বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ফাইনাল উপভোগ করবে বলে আশা করেন তিনি।’

পরিকল্পিত প্রস্তুতিতে উজ্জীবিত বাংলাদেশ দল এখন শিরোপার স্বপ্নে ফাইনালে নামবে মাঠে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই শুধু ট্রফির জন্য নয়, মর্যাদার জন্যও। অরুণাচলে জমজমাট ফাইনালের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

সোর্স: বণিক বার্তা

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর